গাজায় ‘দুর্ভিক্ষ’ ঠেকাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জার্মান চ্যান্সেলরের

গাজায় আসন্ন ‘দুর্ভিক্ষ’ এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। তিনি বুধবার (১৪ মে) দেশটির পার্লামেন্টে বলেন, ‘এটি সব পক্ষের ওপর একটি মানবিক বাধ্যবাধকতা এবং আমি সব পক্ষকে জোর দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে দুর্ভিক্ষ এড়ানো উচিত।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মের্ৎস আরও বলেন, ‘আমরা গাজার জনগণের জন্য আরও মানবিক ব্যবস্থার তৎপরতা আশা করি। তাদের দুর্ভোগ আমরা দেখছি, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ।’
ফ্রিডরিশ মের্ৎস আশা প্রকাশ করেন, জার্মান নাগরিকসহ হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা সফল হবে।
ইহুদি নিধন বা হলোকস্টের ঘটনায় জার্মানি দীর্ঘদিন ধরে প্রায়শ্চিত্ত করেছে। বর্তমানে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক। চলতি সপ্তাহে দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছরপূর্তি উদ্যাপন করেছে।