যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ প্রস্তাব, অভিযোগ হামাসের

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনায় ‘অগ্রহণযোগ্য’ প্রস্তাব দিয়েছে ইসরায়েল। আজ রোববার (১৮ মে) সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান এ অভিযোগ করেন। খবর আল জাজিরার।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, ‘আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে এমন কিছু ধারণা উত্থাপন করা হচ্ছে যা আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। একই সময়ে আমরাও নিজস্ব কিছু প্রস্তাব রেখেছি।’ তবে কোনো চূড়ান্ত চুক্তিতে এখনও পৌঁছানো যায়নি বলে তিনি স্পষ্ট করে জানান।
হামাসের এই নেতা আরও বলেন, গত সপ্তাহে একজন আমেরিকান-ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার পদক্ষেপটি ছিল মূলত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে দ্রুততর করার একটি প্রচেষ্টা।
হামদান জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নেতা কারা হবেন, তা নির্ধারণ করার একমাত্র বৈধ উপায় হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার মধ্য গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি রকেট আকাশেই প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে মেডিকেল সূত্র আলজাজিরাকে জানিয়েছে, রোববার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৯ জন গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা।
হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন।