স্ত্রীর সঙ্গে কী ঘটেছিল, জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর সঙ্গে কথিত ‘পারিবারিক বিরোধ’ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি উড়োজাহাজে যাত্রার সময় স্ত্রী ব্রিজিত তার স্বামীর মুখটি হাত দিয়ে জোরপূর্বক সরিয়ে দিচ্ছেন। এটি দেখে অনেকেই বলছিলেন, এ সময় ব্রিজিত তার স্বামীর ওপর বিরক্ত হয়েই কাজটি করেছিলেন। আর এটি নিয়েই চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ অবশ্য আজ সোমবার (২৬ মে) বলেন, তার সঙ্গে স্ত্রী ব্রিজিতের কোনো ধরনের ঝগড়া বা পারিবারিক বিরোধের ঘটনা ঘটেনি। খবর এএফপির।

রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, তিনি স্ত্রীর সঙ্গে মজা করছিলেন, যা তারা প্রায়ই করে থাকেন। তিনি বলেন, ওই ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওইসব ভিডিওর বর্ণনা অনুযায়ী তিনি সত্যিকার অর্থে কোনো কোকেনের ব্যাগ ভাগাভাগি করছিলেন না বা তুরস্কের প্রেসিডেন্টর মুখোমুখিও হচ্ছিলেন না। এসবের কোনোটিই সত্য নয় বলে জানান ম্যাক্রোঁ।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এ সময় সবাইকে শান্ত থাকারও অনুরোধ জানান।