ইসরায়েলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান : প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক হামলায় ইরান একটি নতুন ও আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৭ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালাই নিক এই তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
জেনারেল তালাই নিক বলেন, ইসরায়েল যেহেতু ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাই ইরান তার সক্ষমতার পূর্ণ ব্যবহার করবে। ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) সফল প্রতিশোধমূলক হামলার প্রশংসা করে তিনি জানান, সশস্ত্র বাহিনী মঙ্গলবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একটি নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেন, ইসরায়েলি শত্রু প্রথমবারের মতো ব্যবহৃত এই উন্নত ইরানি ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে। সিয়োনবাদীরা (ইসরায়েল) স্বীকার করেছে, এটি আঘাত হানার আগে তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্তও করতে পারেনি।
মুখপাত্র যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা কেন্দ্রে ইরানের পাঠানো ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত হানার ঘটনা দেশটির দুর্দশাকে প্রকাশ করে।
জেনারেল তালাই নিক ব্যাখ্যা করেন, ইরান উন্নত অস্ত্র ব্যবহার করার সঙ্গে সঙ্গে ইসরায়েলি শাসনের সহনশীলতা ধীরে ধীরে হ্রাস পাবে। তিনি বলেন, সিয়োনবাদী শত্রু কৌশলগতভাবে একটি যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে।

ইরানি জনগণকে আশ্বস্ত করে এই মুখপাত্র বলেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর আরও চমকপ্রদ সাফল্য দেখা যাবে।