ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার পশ্চিম দ্বীপ সুমাত্রার কাছে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশে নৌকাটি ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। নৌকায় থাকা মোট ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে।
মেনতাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুডি জানিয়েছেন, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলের দিকে তাদের অনুসন্ধান কাজ জোরদার করেছেন। আমাদের লক্ষ্য হলো আনুমানিক দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকায় সব নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা।
রুডি নৌকাডুবির কারণ উল্লেখ করেননি। তবে, প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। এর পেছনে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা বা খারাপ আবহাওয়া কিছুটা দায়ী।

উল্লেখ্য, গত ৩ জুলাই জনপ্রিয় রিসোর্ট দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে গিয়েছিল, যাতে কমপক্ষে ১৮ জন নিহত হন। মার্চ মাসে বালির উত্তাল পানিতে ১৬ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ায় একজন অস্ট্রেলিয়ান নারী নিহত হয়। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে গেলে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে গিয়েছিলেন।