গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণহানি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক হামলা গত একদিনে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে অনাহারে মারা গেছেন আরও পাঁচজন। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি-সৃষ্ট অনাহারের কারণে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০০ জনই শিশু।
এদিকে, গাজা শহর দখল ও প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আজ রোববার (১০ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই এই বৈঠক ডাকার পক্ষে সমর্থন দিয়েছে।
ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বুয়েনস আইরেস, লন্ডন ও ইস্তাম্বুলের মতো বড় শহরগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৪৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি ব্যক্তিকে বন্দি করা হয়েছিল।