সিঙ্গাপুরে ভ্যাপিংয়ের বিরুদ্ধে কঠোর আইন, ধরা পড়লে জেল-জরিমানা

ভ্যাপিংয়ের (ই-সিগারেট) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। দেশটিতে সম্প্রতি মাদক মেশানো ভ্যাপিংয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় একটি নতুন আইন জারি করা হয়েছে। ধরা পড়লে এখন থেকে জেল, জরিমানা ও বেত্রাঘাতের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়।
নতুন নিয়ম অনুযায়ী, যারা সাধারণ ভ্যাপ ব্যবহার করবে বা নিজেদের কাছে রাখবে তাদেরও কমপক্ষে ৫০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৪৮ হাজার টাকা) জরিমানা দিতে হবে। আর যারা মাদক মেশানো ভেপ সরবরাহ করবে তাদের জন্য শাস্তি আরও কঠোর। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত জেল এবং ১৫টি বেত্রাঘাতের শাস্তি হতে পারে। এই নতুন নিয়মগুলো ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং জানিয়েছেন, ভ্যাপিং মাদক ব্যবহারের একটি প্রবেশদ্বার হয়ে উঠেছে। এই ডিভাইসগুলো মাদক সরবরাহের যন্ত্র হিসেবে কাজ করছে। এ কারণেই এমন কঠোর আইন করা জরুরি ছিল।
উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সাল থেকেই ভ্যাপিং নিষিদ্ধ। তবুও এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি দেশটিতে ‘কেপডস’ নামে পরিচিত মাদকযুক্ত ভ্যাপিংয়ের জনপ্রিয়তা বেড়েছে, যা কর্তৃপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই কঠোর আইন শুধু সিঙ্গাপুরের নাগরিকদের জন্য নয়, বরং সেখানে কর্মরত বিদেশি এবং পর্যটকদের জন্যও প্রযোজ্য। ধরা পড়লে বিদেশি নাগরিকদের সিঙ্গাপুর থেকে বের করে দেওয়া হতে পারে। একইসঙ্গে পুনরায় সিঙ্গাপুরে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে।