আফগানিস্তানে কেন এত ঘন ঘন ভূমিকম্প হয়?

আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প ও এর পরপর একাধিক আফটারশকের আঘাতে সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। এতে অন্তত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ১২ লাখেরও বেশি মানুষ এই ভূমিকম্পে কেঁপে উঠেছিলেন, যা প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কুনার প্রদেশে প্রায় ৮০০ জন নিহত ও দুই হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়াও, পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে কেন ঘন ঘন ভূমিকম্প হয়?
অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান। কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের (কঠিন শিলা) সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত। তাই এটি একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্প অঞ্চল।
গত দশকে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর একটি সময়রেখা নিচে তুলে ধরা হলো—
১ সেপ্টেম্বর, ২০২৫
রোববার (৩১ আগস্ট) মধ্যরাতে দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনার ও নাঙ্গারহারে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিনের মতে, কুনারে কমপক্ষে ৬০০ ও নানগারহারে ১২ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে।
অক্টোবর, ২০২৩
২০২৩ সালের অক্টোবরে হেরাত প্রদেশে তিনটি ভূমিকম্প আঘাত হানে, যা ছিল দেশটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। ৭ অক্টোবর পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর তিন দিন পর ১১ অক্টোবর প্রদেশে ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
১৫ অক্টোবর ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ব্রিটিশ রেড ক্রস সোসাইটির মতে, এই ভূমিকম্পগুলোতে কমপক্ষে দুই হাজার ৪৪৫ জন নিহত হন।

২১ মার্চ, ২০২৩
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ১৩ জন নিহত হন।
সেপ্টেম্বর, ২০২২
উত্তর-পূর্ব আফগানিস্তানের পার্শ্ববর্তী প্রদেশ কুনার ও নাঙ্গারহারে যথাক্রমে ৫.১ ও ৪.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
২২ জুন, ২০২২
পূর্ব আফগানিস্তানের পাক্তিকা, পাকতিয়া, খোস্ত ও নানগারহার প্রদেশে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই দুর্যোগে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হয় ও বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়ে।
১৭ জানুয়ারী, ২০২২
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, পশ্চিম আফগানিস্তানের বাদগিস প্রদেশের কাদিস জেলায় ৫.৩ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ২৬ জন নিহত হন।
২৬ অক্টোবর, ২০১৫
উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের কাছে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন (আইএফআরসি) অনুসারে, আফগানিস্তানে ১১৭ জন নিহত হন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আইএফআরসি জানায়, পাকিস্তানে ২৭২ জন নিহত হয় ও অন্যান্য অনেক দেশেও এই কম্পন অনুভূত হয়েছিল।