প্রতি ৫ মিনিটে একজন রোগী হাসপাতালে আসছেন : আফগান ডাক্তার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান ডা. মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তার হাসপাতালে প্রতি পাঁচ মিনিটে একজন রোগী আসছেন। রাতভর না ঘুমিয়ে তিনি তার কর্মীদের নিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। খবর বিবিসির।
ডা. মুলাদাদের মতে, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। জায়গা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে এমন একটি সঙ্কট হিসেবে বর্ণনা করেছেন, যা তিনি কখনও আশা করেননি। এ কারণে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ডা. মুলাদাদ জানান, তার হাসপাতালে এখন পর্যন্ত চারটি মৃতদেহ আনা হয়েছে ও আরও ডজনখানেক মৃতদেহ অন্যান্য স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। এছাড়াও, গুরুতর আহত প্রায় ২৫০ জনকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের প্রধান হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প ও এর পরপর একাধিক আফটারশকের আঘাতে সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। এতে অন্তত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কুনার প্রদেশে প্রায় ৮০০ জন নিহত ও দুই হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়াও, পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।