সুদানে ভূমিধসে সহস্রাধিক মানুষ নিহত

সুদানের পশ্চিমাঞ্চলে মাররা পর্বত এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভারি বর্ষণের পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে এবং একটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে যায়। খবর রয়টার্সের।
আবদেলওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন এই আন্দোলন জানায়, নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সবাই রয়েছেন। ওই গ্রাম থেকে কেবল একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংগঠনটি জানায়, তারা এ ঘটনায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মৃতদেহ উদ্ধারে সহায়তার আহ্বান জানিয়েছে।
ভূমিধসে ধ্বংস হওয়া গ্রামটির বাসিন্দারা মূলত উত্তর দারফুর অঙ্গরাজ্যে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধে মাররা পর্বতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন।

প্রায় দুই বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে দেশের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির এখনও গোলাগুলির মধ্যে রয়েছে।