চীন-রাশিয়ার ঘনিষ্ঠতায় যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নেই : ট্রাম্প

চীন, রাশিয়া ও তাদের মিত্রদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের “ভালো সম্পর্ক” রয়েছে। তিনি দাবি করেন, “চীনকে আমাদের যতটা না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন তাদের। তাই আমি এটিকে কোনো হুমকি হিসেবে দেখি না।” খবর বিবিসির।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানী বেইজিংয়ে “ভিক্টরি ডে” প্যারেড আয়োজন করতে যাচ্ছেন। সেখানে উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন। পশ্চিমা বিশ্লেষকদের মতে, এ উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা।
চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পর। তবে ট্রাম্প মনে করেন, এই কূটনৈতিক অস্বস্তি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য মূল্যবান।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোট গড়ছে। একইসঙ্গে রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। তারা কখনোই আমাদের বিরুদ্ধে তাদের বাহিনী ব্যবহার করবে না। সেটি তাদের সবচেয়ে বড় ভুল হবে।”
তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। আলাস্কায় বৈঠক সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ। তবে ইউক্রেনের মানুষের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র কিছু করবে।”

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্ত এলাকায় সেনা সমাবেশ শুরু করেছে। তিনি বলেন, “পুতিন শান্তির পথে আসতে একেবারেই রাজি নন।”