তিন হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/12/chandpur_yaba_arrest_news.jpg)
চাঁদপুরে তিন হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরিফ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। আজ রোববার (১২ নভেম্বর) ভোরে সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. অহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেপ্তার রা হয়। এ সময় তাঁর জিন্সের প্যান্টের দুটি পকেট থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য নয় লাখ টাকা।
পুলিশের দবি রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রয় করেন।
সদর মডেল থানার ওসি জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।