গাজীপুরে লিচুর বাম্পার ফলনের আশা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। লিচুর মুকুলে চারদিকের পরিবেশ মুগ্ধ হয়ে উঠেছে। হাসি ফুটেছে চাষিদের মুখেও। এ অঞ্চলের আবহাওয়া লিচুর জন্য বেশ উপযোগী হওয়ায় এখানে প্রচুর লিচুর বাগান গড়ে উঠেছে। এখানকার লিচু রসালো ও স্বাদ বেশি হওয়ায় সুনামও রয়েছে দেশজুড়ে।
লিচু চাষ করে কাপাসিয়া উপজেলার প্রান্তিক চাষিদের অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। এতে অনেকে লিচু চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। মিষ্টি ও রসালো স্বাদের বিভিন্ন জাতের লিচুর সমাহার রয়েছে বাগানগুলোতে। এসব বাগানে বোম্বাই, কালিপুরী, চায়না-থ্রি ও দেশি লিচুর সমারোহ রয়েছে।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারসহ ফুলবারিয়া, নাশেরা, নাজার, রাউনাট গ্রামের বিভিন্ন লিচুবাগানে গিয়ে দেখা গেছে, বাগানে গাছগুলোতে ফুল এসেছে। গুটিও হয়ে গেছে।
স্থানীয় লিচু চাষিরা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে এই এলাকায় লিচু কিনতে আসেন পাইকাররা। তবে এবার পরিবেশের কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে। তবুও লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় লিচু চাষিরা।
লিচু বাগানের মালিক নজরুল ও নাজমুল আলাল জানান, ১০ বছর ধরে লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের চাষ করে ভালোই চলছিল। গত দু-তিন বছর প্রাকৃতিক সমস্যার কারণে লিচুর ফলন কমে আসছে। তারপর এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, এই অঞ্চলের চাষিরা অনেক পরিশ্রমী। ভালো ফলন পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি অফিস থেকে সবসময় তাদের কৃষিকাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন চাষিদের মৌসুমি ফল চাষে উদ্বুদ্ধ করতে নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।