গুরুদাসপুরে পিপলা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুর উপজেলার চর পিপলা গ্রামে পিপলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রোহান (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চর পিপলা ব্রিজ সংলগ্ন এলাকায় পিপলা নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত রোহান চর পিপলা গ্রামের কৃষক গোকুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার (২৪ মে) দুপুরে রোহান কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। রোববার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।