আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন : সুমি
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের গায়িকা, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর খবর জানিয়ে সুমি ফেসবুকে লিখেছেন, ‘আজান পড়ছিল। আমার মা তাঁর ছেলে-মেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তাঁর শেষ নিশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন।’
এই গায়িকা আরও লিখেছেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ুমুখ ক্যানসারের সঙ্গে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’
শেলি খাতুনের পাঁচ মেয়ে ও দুই ছেলে। তাঁদের মধ্যে সুমি গানের কারণে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন।