আরিয়ানকে দেখতে গিয়ে ১০ মুঠোফোন চুরি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/aryan_crowd.jpg)
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন পর ঘরে গতকাল শনিবার বাড়ি ফেরেন এ স্টার কিড।
গতকাল শনিবার ভারতীয় সময় সকাল ১১টার দিকে আরিয়ান খান আর্থার রোড জেল থেকে বের হন। ইন্ডিয়া ডটকমের খবর, কারাফটক এবং শাহরুখ খানের বাসভবন মান্নাতের বাইরে আরিয়ান খানকে এক পলক দেখতে ভিড় জমান ভক্তরা। সে সময় ভিড়ে অন্তত ১০টি মোবাইল ফোন চুরি হয়।
এক ব্যক্তি টুইটার ও ফেসবুকে লিখেছেন, শাহরুখ খানের বাড়ির বাইরে তাঁর একটি মুঠোফোন খোয়া গেছে। যদি কোনও বার্তা পান, এড়ানোর অনুরোধ করেন তিনি।
গতকাল সকালে মান্নাতের বাইরে জড়ো হন ভক্তরা। তাঁদের হাতে ব্যানার ছিল। ব্যানারে লেখা ছিল, ঘরে স্বাগতম আরিয়ান খান। মনোবল দৃঢ় রাখুন যুবরাজ আরিয়ান। শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/aryan_crowd_inner.jpg)
আরিয়ান খানকে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আটক করে গত ২ অক্টোবর। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে ছিলেন গত ৮ অক্টোবর থেকে। এ সময়ে মাত্র একবার ছেলের সঙ্গে দেখা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গত ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। পরে মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আটক করে এনসিবি।