ইদ্রিসের পর এবার করোনায় আক্রান্ত স্ত্রী সাবরিনা

স্বামীর পর এবার আক্রান্ত হলেন স্ত্রী। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ যেন বাড়ছেই। দেশ থেকে দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ অভিনেতা, লেখক, প্রযোজক, সংগীত পরিচালক ইদ্রিস এলবা। এবার আক্রান্ত হলেন তাঁর স্ত্রী সাবরিনা ধোরে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন জনপ্রিয় উপস্থাপিকা অপরা উইনফ্রের সঙ্গে এক ভিডিও আলাপচারিতায় এই তথ্য জানান সাবরিনা। নিউ মেক্সিকো থেকে যোগ দেওয়া ওই আলাপচারিতায় সাবরিনার পাশে তাঁর স্বামী ইদ্রিসও উপস্থিত ছিলেন।
‘আমি পরীক্ষা করিয়েছি। আসলে আজ সকালে আমি এটি জানতে পেরেছি যে আমার ফলাফল পজেটিভ এসেছে,’ বলেন সাবরিনা।
এ সময় ইদ্রিসের সঙ্গে একসঙ্গে আইসোলেশনে থাকার পক্ষে যুক্তিও তুলে ধরেন সাবরিনা। জানান, পরীক্ষার ফলাফলে তিনি অবাক হননি ও স্বামীর সঙ্গে থাকা নিয়ে কোনো প্রশ্নও তোলেননি।
অপরার উপস্থাপনায় অ্যাপল টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়া ‘অপরা টকস’-এ সাবরিনা আরো বলেন, ‘আমি তাঁর সঙ্গেই থাকতে চাই। এটি একজন স্ত্রীর বৈশিষ্ট্য। আমি আলাদা কক্ষে থাকতে পারতাম এবং আমি নিশ্চিত যে অনেকেই এ রকম কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু আমি তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং তাঁকে এখনো স্পর্শ করি।’
এর আগে আরো অনেক তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন, অভিনেতা ড্যানিয়েন ডায় কিম, গেম অব থ্রোনস তারকা ক্রিস্টোফার হিভজু ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অ্যান্ডি কোহেন প্রমুখ।