কারাবন্দি প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন করোনায় আক্রান্ত

হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে সাজা ভোগ করতে থাকা ওই প্রযোজকের করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সংশোধন ইউনিয়নের প্রধান।
৬৮ বছর বয়সী ওয়েনস্টেইনকে এরই মধ্যে আইসোলোশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ বেনেভলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাইকেল পাওয়ারস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেনে জানা যায়, পাওয়ারস জানিয়েছেন, গতকাল রোববার ওয়েনস্টেইনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। সরঞ্জামাদি অপ্রতুল থাকায় কর্মকর্তারা চিন্তিত। এরই মধ্যে বেশ কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ওয়েনস্টেইনকে গত বুধবার ব্যাপক নিরাপত্তাসম্পন্ন ওয়েন্ডে সংশোধন বিভাগে নিয়ে যাওয়া হয়। এর আগে তিনি নিউইয়র্কের রিকারস আইল্যান্ড জেলে বন্দি ছিলেন। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে এর আগে বেশ কিছুদিন হার্ভে ম্যানহাটনের বেলেভ্যু হাসপাতালে ছিলেন বলেও জানান তাঁর মুখপাত্র জুদা এঞ্জেলমেয়ার। এ ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে হার্ভের।
সাবেক সহকর্মী মিমি হ্যালিকে যৌন হয়রানি ও অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের দায়ে হার্ভেকে ২৩ বছরের কারাদণ্ড দেয় নিউইয়র্কের আদালত। তাঁর এই শাস্তিকে বিশ্বজুড়ে সাড়া ফেলা ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের বিজয় হিসেবে দেখছেন অনেকে। এর আগে একাধিক মডেল ও অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত ছবি ‘পাল্প ফিকশন’-এর প্রযোজক হার্ভে।