গয়না পরে হাত ধোয়া শিখিয়ে তোপের মুখে একতা! (ভিডিও)

করোনাভাইরাসের আগ্রাসী প্রভাবে তটস্থ সারা বিশ্ব। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। শুটিং থেকে শুরু করে অন্যান্য কাজও স্থগিত রাখা হয়েছে। তবে তারকাদের অনেকেই সেলফ কোয়ারেন্টিনে থাকলেও জনগণকে সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছেন। তবে এবার সেই ধারা অনুসরণ করতে গিয়ে বিতর্কের জন্ম দিলেন নির্মাতা-প্রযোজক একতা কাপুর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাস থেকে রেহাই পেতে নিয়মিত বিরতিতে ভালোমতো হাত ধুয়ে ফেলতে বলা হচ্ছে। আর জনসাধারণকে হাত ধোয়ার প্রতি উৎসাহী করতে অনেক তারকাই নিজেদের হাত ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আনছেন। বাদ যাননি একতা কাপুর। তিনিও গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ইনস্টাগ্রামে নিজের হাত ধোয়ার একটি ভিডিও প্রকাশ্যে আনেন। সেখানে দুই হাতভর্তি গয়না পরে হাত ধুতে দেখা যায় তাঁকে।
তাঁর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকে সমালোচনামুখর হয়ে ওঠেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এতগুলো গয়না পরার কোনো যৌক্তিকতা নেই। আপনার গয়নায় প্রচুর পরিমাণে জীবাণু আছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘আমার মনে হয় কয়েকটি আংটি, ব্রেসলেট সাময়িক সময়ের জন্য আপনার খুলে রাখা উচিত। তারা পালিয়ে যাবে না।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘তিনি আসলে কী করছেন! ব্রেসলেট খুলে হাত ধুয়ে ফেলুন। ভীষণ দৃষ্টিকটু লাগছে।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৯ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ নয় হাজার ৩৩ জনে পৌঁছেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৭৫১ জন। নেদারল্যান্ডভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।