ঢাকায় এশিয়ান সুপারহিরো ‘শ্যাং-চি’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/03/shang-chi_and_the_legend_of_ten_rings.jpg)
আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের প্রথম এশিয়ান সুপারহিরো সিনেমা ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি।
জনপ্রিয় মার্ভেল কমিকস চরিত্র শ্যাং-চিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি প্রযোজক মার্ভেল স্টুডিওজ। পরিবেশনায় আছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৫তম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে চলেছে।
কমিক জগতের অন্যতম বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চাইনিজ-কানাডিয়ান অভিনেতা সিমু লিউ।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স প্রথমবারের মতো এশিয়ান কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ৪২ বছর বয়সী খ্যাতিমান পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। যিনি এর আগে ‘শর্ট টার্ম ১২’, ‘দ্য গ্লাস ক্যাটেল’ ও ‘জাস্ট মার্সি’র মতো ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।
এ ছাড়া চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-খ্যাত চিত্রনাট্যকার ডেভিড ক্যালাহাম। মার্ভেলের চতুর্থ ফেজের সিনেমাটির মাধ্যমে আবারও পুনর্জাগরণ ঘটবে মার্ভেলের কুখ্যাত খল চরিত্র মান্দারিনের। এবার মুখ্য চরিত্র শ্যাং-চির বিরুদ্ধে লড়াইয়ে দেখা যাবে তাকে। ভয়ংকর এই খল চরিত্রটি ফুটিয়ে তুলবেন হংকংয়ের জনপ্রিয় তারকা টনি লিয়াং। শ্যাং-চিয়ের আমেরিকান বন্ধু কেটি চরিত্রে অভিনয় করেছেন চাইনিজ-আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী আকওয়াফিনা। এছাড়াও আছেন মিশেল ইহো, ফালা চেন, ফ্লোরিনা মানটিয়ানু।