‘নারকোস’ থেকে দূরে থাকতে চান লুনা!

‘নারকোস : মেক্সিকো’ তারকা দিয়েগো লুনা বলেছেন, এই সুপারহিট ক্রাইম সিরিজে সহসাই ফেরা হচ্ছে না তাঁর। এ সিরিজ থেকে বিরতি নিতে চান লুনা। জনপ্রিয় এ নেটফ্লিক্স সিরিজের দুই মৌসুমে এ অভিনেতা মেক্সিকোর মাদ্রক সম্রাট মিগাল অ্যাঞ্জেল ফেলিক্স গাল্লারডো চরিত্রে অভিনয় করেছেন।
তৃতীয় মৌসুমে কি দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে লুনা বলেন, ওই শো থেকে তিনি বিরতি নিয়েছেন। এর শুটিং তাঁর কাছে ভয়াবহ মনে হয়েছে। একটি মার্কিন ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
‘এখন না, এখন না; না, না, না। শুরুতে এটা বেশ মজার ছিল, কিন্তু ধীরে ধীরে এটা আমার জন্য খুব কঠিন হয়ে ওঠে। আমার বিশ্রাম দরকার। এ দুই বছর সত্যিই ভয়াবহ ছিল,’ বলেন ৪০ বছর বয়সী এ অভিনেতা।
যা হোক, লুনা এখন ডিজনি প্লাস সিরিজের অপেক্ষায় রয়েছেন। ‘রোগু ওয়ান : এ স্টার ওয়ারস স্টোরি’-তে তাঁর চরিত্রের নাম ক্যাসিয়ান অ্যান্ডোর।