বলিউড গায়িকা কণিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত

বলিউড গায়িকা কণিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ‘বেবি ডল’খ্যাত এ গায়িকা দশ দিন আগে বাড়ি ফেরেন। কিন্তু চারদিন আগে তাঁর শরীরে ভাইরাসের উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন কণিকা। গতকাল শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লেখেন, ‘চারদিন ধরে আমার শরীরে ফ্লুর উপসর্গ দেখা যাচ্ছিল। আমি নিজের পরীক্ষা করিয়েছি, তাতে কোভিড-১৯ পজেটিভ এসেছে। আমি ও আমার পরিবার এখন পুরোপুরি কোয়ারেন্টিনে আছি ও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করছি। বিমানবন্দরে আমাকে স্বাভাবিকভাবেই পরীক্ষা করা হয়েছিল। কিন্তু চারদিন আগে উপসর্গগুলো দেখা দেয়। এই পর্যায়ে আমি সবাইকে আইসোলেশন থাকতে ও উপসর্গগুলো দেখা দিলে পরীক্ষা করাতে অনুরোধ করব।’
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৮৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৫০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭১১ জন। নেদারল্যান্ডভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
এরই মধ্যে বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। চীনে নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার পর ভাইরাসটি নিয়ন্ত্রণে আনা গেলেও বিশ্বে তা ভয়াবহ আকার নিয়েছে। বিশেষ করে, ইতালি রীতিমতো যুদ্ধ করছে করোনাভাইরাস প্রতিরোধে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩২ জনে। মৃতের সংখ্যায় গতকালই চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ২১ জনে পৌঁছেছে।