ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করল ভাবনার পরিবার

করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এতে করে দৈনন্দিন কাজও হচ্ছে ব্যাহত। এর প্রভাব পড়েছে উপার্জনেও। তাই এবার ভাড়াটিয়াদের প্রতি সহানুভূতির অনন্য নজির স্থাপন করল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পরিবার।
করোনার কারণে দেশের অর্থনীতিতে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আর এটি বিবেচনা করে বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেছে ভাবনার পরিবার। গতকাল শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য দেন তিনি।
এই প্রশংসনীয় কাজ এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অন্তর্জালে। ওই পোস্টটি এরই মধ্যে ২৭০ বারের বেশি শেয়ার হয়েছে। এতে মন্তব্য জমা পড়েছে ২৮০টির বেশি।
ছোটপর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বহু নাটকে অভিনয় করেছেন ভাবনা। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ইনস্টাগ্রামে প্রায় আট লাখ অনুসরণকারী ভাবনার।