মুম্বাই যাওয়ার আগে করোনায় আক্রান্ত রিয়াজ

জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। ছবি : সংগৃহীত
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাওয়া আগে তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
শুক্রবার বিকেলে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে রিয়াজ বলেন, ‘২৮ মার্চ করোনা পরীক্ষা করাই। পরদিন ফলাফল পজেটিভ আসে। করোনার তেমন কোনো লক্ষণ নেই, তাই বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত মুম্বাই যাওয়া হচ্ছে না।’
‘বঙ্গবন্ধু’ সিনেমাতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ। যদিও জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমদের এই চরিত্রে অভিনয়ের কথা ছিল কিন্তু তাঁর ভারতে প্রবেশে সংক্রান্ত জটিলতায় এই চরিত্রে রিয়াজ অভিনয় করছেন।