যে কৌশলে করোনার উপসর্গ থেকে মুক্তি পেয়েছেন হ্যারি পটারের রাউলিং

করোনাভাইরাসের অস্বস্তিকর দিনগুলো থেকে মুক্তি পেতে অধীর আগ্রহে প্রহর গুনছে গোটা বিশ্ববাসী। একের পর এক মৃত্যু ও আক্রান্তের খবর ক্রমেই বিষাদময় করে তুলছে সামগ্রিক পরিবেশ। তবে এত কিছুর পরও ইতিবাচক ঘটনা যে ঘটছে না, তা কিন্তু নয়। ‘হ্যারি পটার’খ্যাত লেখক জে কে রাউলিং সম্প্রতি করোনার সন্দেহজনক সব উপসর্গ থেকে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ থেকে মুক্তি পাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান জে কে রাউলিং। আর তাঁর ওই পোস্টের স্ক্রিনশট গতকাল সোমবার (৬ মার্চ) প্রকাশ্যে আনেন সাবেক বলিউড অভিনেত্রী ও লেখক টুইঙ্কেল খান্না।
টুইটারে নিজের সুস্থতার কথা জানান জে কে রাউলিং। লেখেন, ‘শ্বাসকষ্টের লক্ষণ কীভাবে এড়ানো যায়, ভিডিওর মাধ্যমে কুইনস হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শগুলো জানুন। দুই সপ্তাহ ধরে কোভিড-১৯-এর সব লক্ষণ আমার মধ্যে ছিল (যদিও পরীক্ষা করা হয়নি) এবং আমার স্বামীর পরামর্শে এই চিকিৎসকের পরামর্শগুলো মেনে চলি। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং এই কৌশলগুলো আমাকে অনেক সহায়তা করেছে।’
টুইটারে রাউলিং আরো লেখেন, ‘আমি সত্যিই সম্পূর্ণ সুস্থ এবং সবার সঙ্গে এই কৌশলটি ভাগাভাগি করতে চাই, যা চিকিৎসকদের দেওয়া। এতে কোনো খরচ নেই, পার্শ্বপ্রতিক্রিয়াও নেই; কিন্তু আপনাকে ও আপনার প্রিয় মানুষের জন্য এটি কাজে লাগতে পারে, যেমন আমার লেগেছে।’
রাউলিংয়ের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘এটা আপনাকে সহায়তা করতে পারে এবং কোনো ক্ষতিও করবে না। আমি আমার বৃত্তান্তে এর লিংক যুক্ত করেছি, যা আপনারা দেখে নিতে পারেন।’
৫৪ বছর বয়সী জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজ এবং এ সিরিজ নিয়ে নির্মিত চলচ্চিত্র বিশ্বব্যাপী লাখো ভক্ত তৈরি করেছে।
এর আগে হলিউডের কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের পপতারকা পিঙ্ক করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কথা জানান।