শরিফুল রাজের নায়িকা হচ্ছেন মন্দিরা, থাকছেন মিথিলাও
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/01/kajol_rakha.jpg)
জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এক দশকের বেশি সময় ধরে যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই ‘কাজল রেখা’ সিনেমার শুটিং শুরু হচ্ছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। সোমবার দুপুরে এনটিভি অনলাইন প্রথম এই খবর জানিয়েছিল।
এবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাঙাল সিনেমা এক ইমেইল বার্তায় সেই খবর নিশ্চিত করে জানিয়েছে, সিনেমাটিতে রাজের নায়িকা হচ্ছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।
নবাগত মন্দিরা চক্রবর্তী এনটিভি অনলাইনকে জানিয়েছেন, এই চরিত্রে অভিনয়ের জন্য এক বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/03/01/selim_raier_bazar_puma_2.jpeg 687w)
আগামীকাল সংবাদ সম্মেলন করে সিনেমাটির পরিচালক শিল্পী ও কলাকুশলী এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটি নিয়ে কথা বলবেন। ২০১৯-২০ অর্থবছরে এই সিনেমার চিত্রনাট্য পেয়েছে সরকারি অনুদান।
জানা যায়, ৫০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সেলিমের এবারের চিত্রনাট্য ও পরিচালনায়।
মার্চে মুক্তির অপেক্ষায় থাকা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমারও নায়ক শরিফুল রাজ; সিনেমাতে রাজের নায়িকা পরী মণি।