স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা

করোনাভাইরাস আতঙ্কে সারা দেশের সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে এ ঘোষণা দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে এর মধ্যেও চালু ছিল স্টার সিনেপ্লেক্স।
আজ শুক্রবার থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে। করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলাম আমরা। মাল্টিপ্লেক্সটির সব শাখাতেই দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা ছিল। এমনকি প্রতিটি প্রবেশপথে এবং টিকেট কাউন্টারে স্যানিটাইজার রাখা হয়েছে এবং দর্শকদের এটি ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়েছে এত দিন। আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে এটি।’
দর্শকদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক। এনটিভি অনলাইনকে তিনি আরো বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রাথমিকভাবে আমরা আজ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত সিনেপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’