হাসপাতালে হাবিব ওয়াহিদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/03/166030697_134145858654998_7925792462115755036_n.jpg)
ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গত ৩১ মার্চ মধ্যরাতে তাঁকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
আজ শনিবার রাত ৯টার দিকে হাসপাতালটির একটি দায়িত্বশীল সূত্র এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিব ওয়াহিদ ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে এলে প্রথম তাঁকে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পর তাঁকে কেবিনে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনা কিছু লক্ষণ থাকলেও তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।
২০০৩ সালে লন্ডনে ছাত্রাবস্থায় প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ প্রকাশ করেন হাবিব। তবে ২০০৪ সালে ‘মায়া’ অ্যালবামে হাবিব নতুন আশার সঞ্চার ঘটান। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাঁকে, সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন। ২০১১ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ব্যক্তিজীবনে হাবিব ওয়াহিদ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে।