হা-শোর খুলনা অডিশন পর্ব শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/23/khulna-ha-show.jpg)
রিয়েলিটি অনুষ্ঠান হা-শোতে এক প্রতিযোগী বিচারকদের সামনে কৌতুক পরিবেশন করছেন। ছবি : এনটিভি
মার্শেল প্রেজেন্ট হা-শো সিজন-৬ এর খুলনা অডিশন পর্ব শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিভাগের শিল্পকলা একাডেমিতে এ রিয়েলিটি শো শুরু হয়। এ শো-এর মিডিয়া পার্টনার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।
সকাল নয়টা থেকে বিভাগের প্রায় শতাধিক বিভিন্ন বয়সের নারী, পুরুষ এ শোতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। এই সময় অংশগ্রহণকারীদের লম্বা লাইন দেখা যায়।
এবারের হা-শোর বিচারক রয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু, মিরাক্কেল খ্যাত ইশতিয়াক নাসের ও হা-শোর প্রথম চ্যাম্পিয়ন সাইফুর রহমান।
অডিশনে অংশগ্রহণকারীরা বিচারকদের সামনে এসে নানা ধরনের কৌতুক পরিবেশন করে ইয়েস কার্ড পাওয়ার চেষ্টা করে। খুলনা বিভাগের অডিশন পর্ব থেকে চার-পাঁচজন ফাইনাল রাউন্ড ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে।