৮ বছর পর ১০০ কোটির সিনেমা নিয়ে ‘একা’ ফিরতে চান অনন্ত জলিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/04/ananta_jalil_barsha_ntv_online.jpg)
দীর্ঘ আট বছর পর সিনেমা হলে ফিরতে যাচ্ছেন অনন্ত জলিল। ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন বলে ‘শতভাগ’ নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ প্রযোজক ও চিত্রনায়ক।
তবে, জলিল চান তাঁর আলোচিত এ সিনেমা ঈদুল আজহায় একমাত্র সিনেমা হিসেবে দেশের প্রেক্ষাগ্রহগুলোতে মুক্তি পাক। বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার হাভেলি রেস্টুরেন্টে আয়োজিত ‘দিন : দ্য ডে’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে এমন ইচ্ছার কথা জানিয়েছেন অনন্ত জলিল।
এককভাবে ঈদে যেন ‘দিন : দ্য ডে’ দেশের সব সিনেমা হলে যেতে পারে এজন্য প্রযোজক সমিতিতেও যাবেন বলে জানিয়েছেন অনন্ত জলিল।
অনন্ত জলিলের ভাষ্য, ‘আগে একটা সময় কয়েকশ হলে ছবি মুক্তি হতো বা দিতাম আমরা। কিন্তু, এখন হল আছে ৪০-৫০টি। জানি না প্রযোজক সমিতি কী করবে! আমি একবার প্রযোজক সমিতিতে যাব, তাদের সঙ্গে আলোচনা করব, যেন আমার ছবিটা ভালোভাবে মুক্তি দিতে পারি। এ কয়টা হলে আসলে দুই-তিনটা ছবি ভাগাভাগি করার সুযোগটা নেই বললেই চলে।’
এর আগে গেল বছরের ২৪ ডিসেম্বর মুক্তির কথা ছিল ‘দিন : দ্য ডে’ সিনেমার। কিন্তু, কোনো ঘোষণা ছাড়াই সেদিন সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/17/245529720_219432643533200_17691335006300007_n.png 651w)
এ প্রসঙ্গে আয়োজনে অনন্ত জলিল বলেছেন, ‘সিনেমাটির বেশির ভাগ বিনিয়োগ এসেছে ইরানের। তাই, মুক্তির বিষয়টি এতদিন তাদের ওপর ছিল। কিছুদিন আগে ইরানিদের সঙ্গে আলাপ করেছি। তারা না চাইলেও ঈদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে। আর কোনো নড়চড় হবে না। বারবার মুক্তি স্থগিত করায় আমার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।’
সবশেষ অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালের ২৯ জুলাই।
এর আগে অনন্ত জলিল জানিয়েছিলেন, ‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।