এনটিভিতে আজ টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’

এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’। পান্থ শাহরিয়ারের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অপি করিম, রিচি সোলায়মান ও তারিন।
‘সন্ধিক্ষণ’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, প্রতিদিনের মতো ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ছুটে যাওয়া অনেক গাড়ি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকগুলো মুখ যেন অপেক্ষা করে আছে। কিছু বুঝে ওঠার আগে অকস্মাৎ বিকট একটা শব্দ। গাড়ির ভাঙা কাচ, এলোমেলো ছড়িয়ে থাকা ব্যাগ, একটা মোবাইল, একটা দুর্ঘটনা।
রাস্তার ওপর পড়ে আছে প্রেমার রক্তাক্ত দেহ। হাসপাতালের ট্রলিতে করে রক্তাক্ত প্রেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যস্তভাবে ছুটে যাচ্ছেন ডাক্তার অর্থি। জ্বলে ওঠে অপারেশন থিয়েটারের লাল বাতি। হাসপাতালের লম্বা বারান্দার এক কোনায় থমথমে মুখে বসে আছে নীলা। সারা মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ বাদে ওটি থেকে অর্থি বেরিয়ে এসে কথা বলতে চায় প্রেমাকে উদ্ধার করে আনা নীলার সঙ্গে। কিন্তু কোনো নাম কিংবা পরিচয় জানে না নীলা। এভাবে এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প।