‘বন্ধু তোমারই খোঁজে’তে ফাহমিদা নবী

‘বন্ধু তো বন্ধু। আমার প্রিয় বন্ধু মুনমুন। ও আমার খালাতো বোনও। আমরা সমবয়সী।’ এভাবে প্রিয় বন্ধুর কথা বর্ণনা করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’-এর আজকের অতিথি সংগীতশিল্পী ফাহমিদা নবী।
জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইভান সাইর। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
অনুষ্ঠানে ফাহমিদা নবীর প্রিয় বন্ধু মুনমুনকেও দেখানো হবে। তাঁদের দুজনের সঙ্গে করা হবে অনেক গল্প। তাঁরা জানাবেন অনেক জানা-অজানার কথা ও স্মৃতি।
ফাহমিদা নবী বলেন, ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি চমৎকার। জাহাঙ্গীরকে অনেক ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য। অনেক দিন পর প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছি। অনেক অনেক মজা হয়েছে। ইভানের উপস্থাপনাও ভালো ছিল। সব মিলিয়ে আমার দারুণ লেগেছে।’
উপস্থাপক ইভান সাইর বলেন, ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার অভিজ্ঞতা অসাধারণ। দিন দিন দায়িত্ববোধ বেড়েই চলছে। এবারের পর্বটি অনেক গোছানো। আশা করি সবার ভালো লাগবে।