বিয়োন্সের বিরুদ্ধে নকলের অভিযোগ

তারকাদের ঘাড়ে দু-একটা মামলা-মোকদ্দমা না ঝোলাটাই বরং অস্বাভাবিক। অভিযোগগুলোও ঠিক সচরাচর হয় না। তবে জনপ্রিয় সংগীতশিল্পী বিয়োন্সের বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ। ইন্ডিয়াটিভির খবরে জানা গেল, এই গায়িকার কাছে এরই মধ্যে ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা হিসেবে চেয়েছেন অভিযোগকারী।
৩৩ বছর বয়স্ক এই গায়িকা তাঁর প্রতিষ্ঠান পার্কউড এন্টারটেইনমেন্ট এবং কলম্বিয়া রেকর্ডসকে আদালতে ঠেলেছেন আহমাদ লেন নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, বিয়োন্সের হিট গান ‘জো’ রীতিমতো টুকলিফাই করা হয়েছে তাঁর নিজস্ব গান থেকে।
লেনের কথা, বিয়োন্সের ব্যাকিং সিঙ্গার (সাহায্যকারী সংগীতশিল্পী) ক্রিসি কলিন্স এর হোতা। তিনি বিয়োন্সকে লেনের ‘জোজো’ নামের একটি গানের কপি দিয়েছিলেন। সেখান থেকেই এই নকল কাণ্ড।
অবশ্য, গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী বিয়োন্সে নোয়েলস তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। বিবৃতি অনুসারে তাঁর এবং তাঁর প্রতিষ্ঠানের মূল ভাষ্য, একমাত্র দু-একটা শব্দ ছাড়া গান দুটোর মধ্যে কোনো ধরনের মিল নেই। এ ছাড়া থিমগত দিক থেকে গান দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বলে জানানো হয়। সুতরাং এ অবস্থায় এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
একই সঙ্গে এই বিবৃতিতে বলা হয়, লেন নিজেই তাঁর গানের জন্য কোনো ধরনের কপিরাইট রেজিস্ট্রেশন করাননি। সুতরাং, কোনো অবস্থাতেই ৭০ লাখ ডলারের মতো একটি জরিমানা তিনি চাইতে পারেন না, যখন কিনা তাঁর নিজেরই কোনো ধরনের কপিরাইট করানো নেই। এ অবস্থায় লেনকে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য বলা হয়।