অন্যের ভালোলাগাকে আমিও গুরুত্ব দিই : নওশাবা

কাজী নওশাবা আহমেদ। জনপ্রিয় এই অভিনেত্রী কাজ করছেন নাটক ও চলচ্চিত্রেও। সর্বশেষ ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে এ বি এম সুমনের বিপরীতে সিনথিয়া চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত যৌথ প্রযোজনার ‘বালিঘর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নওশাবা। ছবিতে তাঁর চরিত্র ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নওশাবা।
এনটিভি অনলাইন : কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘বালিঘর’। ছবিতে সাত বন্ধুর গল্প আছে। আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই।
নওশাবা : আমার চরিত্রের নাম জয়া। জয়া খুব শুভ্র একটা মেয়ে। সে তার সব বন্ধুর মধ্যে হারমোনি রাখার চেষ্টা করে। সে তার নিজের ভালোলাগার থেকে অন্যের ভালোলাগাকে গুরুত্ব বেশি দেয়।
এনটিভি অনলাইন : জয়া চরিত্রের সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পেয়েছেন কি?
নওশাবা : আমার মনে হয়, কমবেশি অনেক মেয়ে জয়ার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। আমাদের সমাজে অনেক জয়া আছে। অন্যের ভালোলাগাকে আমিও গুরুত্ব দিই। জয়া চরিত্রটি থেকে অনেক কিছু শিখেছিও আমি।
এনটিভি অনলাইন : ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাসটি কবে পড়েছেন?
নওশাবা : এক মাস আগে। যখন আমাকে অরিন্দম শীল চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেন, তখনই তিনি এই বই আমাকে পড়তে বলেন। আর ছবির চিত্রনাট্য পড়েছি পরশু দিন। পরিচালক নিজে আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য বুঝিয়ে দিয়েছেন। কিছু কিছু চরিত্রের অভিনয় তিনি নিজেই করে দেখিয়েছেন। আমার অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। শিগগির ছবির শুটিং শুরু হবে।
এনটিভি অনলাইন : ছবিটিতে অভিনয়ের প্রস্তাব কীভাবে পেয়েছেন?
নওশাবা : পরিচালক অরিন্দম শীল আমার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখেছেন। এরপর তিনি আমার পরিচিত অনেকের সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছেন। আমার সম্পর্কে ভালোভাবে জেনে তিনি আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। আমি এ রকম ভালো ছবির প্রস্তাব হাতছাড়া করতে চাইনি।
এনটিভি অনলাইন : নাটকে এখন আপনাকে কম দেখা যায়। কারণ কী?
নওশাবা : প্রথমত, সময় পাই না। পরিবারকে বেশি সময় দিই। আর সত্যি বলতে, ভালো গল্পের চিত্রনাট্য পাওয়া এখন অনেক কঠিন। ভালো চিত্রনাট্য পেলেও কিছু পরিচালক শুটিংয়ের একদিন আগে বাসায় স্ক্রিপ্ট পাঠান। আসলে আমি এত ভালো অভিনেতা নই যে একদিন আগে চিত্রনাট্য পড়ে পরদিন শুটিং করতে পারব। এ জন্য কম কাজ করা হচ্ছে। এখন শুধু ‘সাত ভাই চম্পা’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এখানে একজন ‘রাজকন্যা’ চরিত্রে আমি অভিনয় করছি।
এনটিভি অনলাইন : আর উপস্থাপনার কী খবর?
নওশাবা : দুরন্ত টেলিভিশনে ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছি। অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন আঁকার দল’। অনুষ্ঠানের নামটাই অনেক মজার। শিশুদের সঙ্গে কাজ করতে অন্য রকম আনন্দ পাচ্ছি।
এনটিভি অনলাইন : চলতি বছরে আপনার পরিকল্পনা কী?
নওশাবা : বড় পর্দাকে অনেক প্রাধান্য দিতে চাই। ভালো গল্প পেলে চলচ্চিত্রেই নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে আমার।