নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে চাই : শিবলী

শিবলী নওমান। এ সময়ের চিত্রনায়ক। গত বছর তাঁর অভিনীত প্রথম ছবি ‘তুখোড়’ মুক্তি পায়। ছবিটিতে কলকাতার নায়িকা রাতাশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। সম্প্রতি ‘মন দেব মন নেব’ ছবির শুটিং শেষ করেছেন শিবলী। এতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও অন্য আরো বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন শিবলী।
এনটিভি অনলাইন : কেমন হলো নতুন ছবির শুটিং?
শিবলী নওমান : অন স্ক্রিন-অফ স্ক্রিন সবকিছু মিলিয়ে বেশ ভালো। অনেক কিছু শিখেছি। আশা করছি, এই ছবির অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগবে।
এনটিভি অনলাইন : কবরী ও মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হলো?
শিবলী নওমান : চমৎকার অভিজ্ঞতা হয়েছে। কবরী আন্টির কাছ থেকে অভিনয়ের অনেক টিপস পেয়েছি। অনেক পরামর্শ পেয়েছি। আর মাহির সঙ্গে অভিজ্ঞতার কথা সংক্ষেপে বলা সম্ভব নয়। সেটা মোটামুটি একটা ছোটখাটো উপন্যাসের আকার ধারণ করবে। এককথায় বলতে গেলে, সি ইজ এলিগ্যান্ট, কোআর্টিস্ট।
এনটিভি অনলাইন : প্রথম ছবি মুক্তির পর আপনি দীর্ঘ বিরতি নিয়েছেন। এর কারণ কী?
শিবলী নওমান : একজন নিউকামার হিসেবে আমি এই সময়টাকে দীর্ঘ বিরতি মনে করি না। আর ক্যারিয়ারের শুরু থেকেই আমি কোয়ালিটি সম্পন্ন কাজ করতে চাই। এমন প্রফেশনালদের সঙ্গে কাজ করতে চাই, যাদের সঙ্গে কাজ করলে রিসোর্সফুল হবো। হয়তো সে জন্য কচ্ছপ গতিতে কাজ এগোচ্ছে আমার।
এনটিভি অনলাইন : চলচ্চিত্র নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
শিবলী নওমান : নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে চাই। ভিন্নমাত্রার কনসেপ্ট ও কনটেন্টের চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ইচ্ছে রয়েছে।