সুচিত্রা সেনকে অনুসরণ করার চেষ্টা করি : পূজা

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’। জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন পূজা ও কলকাতার আদৃত। ছবিতে জাহান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে এরইমধ্যে আলোচনায় এসেছেন পূজা। ছবিটিতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন তিনি।
এনটিভি অনলাইন : ‘নূর জাহান’ ছবিটি আপনার বন্ধুরাও নিশ্চয়ই দেখেছেন। ছবিটি দেখে আপনাকে তাঁরা কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন?
পূজা : বন্ধুরা তো খুব ভালো বলছে। ওরা বলেছে, ‘তুই অনেক ন্যাচারাল অ্যাক্টিং করেছিস। খুব ভালো হয়েছে। মনে হয়নি তুই অ্যাক্টিং করছিলি। তুই আসলেই জাহান।’
এনটিভি অনলাইন : অভিনয়ের তো অনেক প্রশংসা পাচ্ছেন। কাউকে অনুসরণ করেন কি?
পূজা : সুচিত্রা সেনকে অনুসরণ করার চেষ্টা করি। তাঁর অভিনয় অসম্ভব ভালো লাগে আমার। আমি সবসময় খেয়াল করি সুচিত্রা সেন কীভাবে অভিনয় করেন। তাঁর চোখের অভিব্যক্তি ভীষণ পছন্দ আমার।
এনটিভি অনলাইন : ছবিতে কোন দৃশ্যটি করতে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার?
পূজা : আমার একটা দৃশ্য ছিল, নৌকা থেকে নদীতে ঝাঁপ দেওয়া। এই দৃশ্যটি করতে আমার খুব কষ্ট হয়েছে কারণ আমি সাঁতার জানতাম না। এ ছাড়া ছবির শেষের ভাগের কিছু দৃশ্যের শুটিং করাও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।
এনটিভি অনলাইন : ছবিতে জাহান রোমান্টিক। কখনো কখনো প্রতিবাদী মেয়ের চরিত্রেও তাঁকে দেখা যায়। সমাজে প্রতিটা মেয়ের অন্যায়ের প্রতিবাদ করা উচিত কি না? আপনি কী ভাবেন?
পূজা : সমাজে ভুল কিছু দেখতে পেলে অবশ্যই প্রতিবাদ করা উচিত। অনেক সময় সমাজের ভুল কিছু দেখতে পেলে অনেক মেয়ে ভয় পেয়ে পিছিয়ে যায়।তাঁরা ভাবে যদি কিছু হয়! কিন্তু এটা ঠিক নয়। প্রতিবাদ করা উচিত। মেয়ে বলে প্রতিবাদ করা ঠিক হবে না- এমনটা ভাবা উচিত নয়। আমি বাস্তবেও অনেক প্রতিবাদী।
এনটিভি অনলাইন : ছবির বেশ কিছু দৃশ্যে দেওয়া যায় আপনি আদৃতকে অনেক চড় মারেন। এই দৃশ্যগুলোর শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
পূজা : কোনো অন্যায় দেখলে আমার হাত এমনিতেই অনেক দ্রুত চলে (হাসি)। দৃশ্যের প্রয়োজনে আদৃতকে চর মারার দরকার ছিল আর আমিও খুব জোরেই মেরেছি। আমি যে তখন অভিনয় করছিলাম সেটা মাঝেমধ্যে বুঝতে পারছিলাম না। শুটিংয়ের সময় আদৃত আমাকে বলেছিল, ‘আমার কানের পর্দা ফেটে যাবে। এত জোরে দিচ্ছিস কেন?’ আসলে আদৃত অনেক ব্যথা পেয়েছিল। পরে আমি অবশ্য ওকে বুঝিয়ে বলেছি, আমি অভিনয়ের মধ্যে ঢুকে গিয়েছিলাম।
এনটিভি অনলাইন : প্রেমের জন্য আপনি কি কখনো সত্যি সত্যি বাসা থেকে পালাতে পারবেন?
পূজা : অবশ্যই প্রেমিকের সঙ্গে কখনো পালিয়ে যাব না। শুটিংয়ের জন্য করতে পারব। কিন্তু সত্যি সত্যি কখনোই পারব না (হাসি)।
এনটিভি অনলাইন : আপনার কাছে ভালোবাসার মানে কী?
পূজা : কাউকে মন দেওয়া। প্রাণ দিয়ে ভালোবাসা।
এনটিভি অনলাইন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
পূজা : এবার এসএসসি পরীক্ষা দেব। পড়াশোনা খুব ভালোভাবে করতে চাই। এর ফাঁকে অভিনয়ও নিয়মিত করব।