শ্রীদেবীর সাজসজ্জা অনুকরণ করেছি : চম্পা

‘ঘটনা কি আসলেই সত্য? শ্রীদেবী আর নেই? আমি এটা ভাবতেও পারছি না। মানতেও পারছি না।’ বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন শ্রীদেবীর সমবয়সী অভিনেত্রী, বাংলাদেশের নায়িকা চম্পা। শ্রীদেবীকে স্মরণ করে তিনি এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন।
এনটিভি অনলাইন : শ্রীদেবীর অভিনয় আপনাকে কি অনুপ্রাণিত করেছিল?
চম্পা : হ্যাঁ। আমি তো শ্রীদেবীর সাজসজ্জা অনেক অনুকরণ করেছি। তাঁর অভিনয় ও বাচনভঙ্গি আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছে। শ্রীদেবী অভিনীত ‘চালবাজ’, ‘লামহে’, ‘চাঁদনি’ ছবিগুলো বহুবার দেখেছি এবং মুগ্ধ হয়েছি। হঠাৎ তাঁর মৃত্যুসংবাদ শুনে ধাক্কা খেয়েছি। এটা খুবই দুঃখজনক। সত্যি বলতে, শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে খুব অস্থির লেগেছে। মন থেকে দোয়া করছি, সংবাদটা যেন মিথ্যা হয়। অল্প বয়সে এত গুণী ব্যক্তির চলে যাওয়া মেনে নেওয়া যায় না।
এনটিভি অনলাইন : শ্রীদেবী অভিনীত শেষ কোন ছবিটি আপনি দেখেছেন?
চম্পা : গৌরী শিন্দে পরিচালিত ‘ইংলিশ ভিংলিশ’। অসাধারণ লেগেছে ছবিটি। আসলে আমি মনে করি, শ্রীদেবীর অভিনয়ের স্টাইল কেউ কপি করতে কখনো পারবে না। শ্রীদেবী একজনই।
এনটিভি অনলাইন : আমাদের দেশে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মতো কোনো পরিচালক যদি ছবি নির্মাণ করতে চান, তাহলে আপনি কি অভিনয় করবেন?
চম্পা : ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। নিজের মধ্যেও অনুপ্রেরণা কাজ করেছিল। তখন আমি ভেবেছিলাম, ‘শ্রীদেবী যদি এখনো এত সুপারস্টারের মাঝে আত্মবিশ্বাস নিয়ে ভালো অভিনয় করতে পারেন, আমরা কেন পারব না?’ আমাদের নিয়েও পরিচালকরা যদি এ ধরনের ছবি নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই স্বাগত জানব।
এনটিভি অনলাইন : এবার অন্য প্রসঙ্গে জানতে চাই। সম্প্রতি আপনি ‘একটি সিনেমার গল্প’ ও ‘নীল ফড়িং’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। নতুন ছবির কোনো খবর আছে?
চম্পা : হ্যাঁ, নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শিগগির শুটিং শুরু করব।
এনটিভি অনলাইন : কাজের ফাঁকে সময় কীভাবে কাটে?
চম্পা : পরিবারকে সময় দিই। আজও পারিবারিক কাজে অনেক ব্যস্ত আমি।
এনটিভি অনলাইন : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
চম্পা : আপনাকেও।