কুসুম দোলা
পুরো রাত শুটিং করতে হয় : ঋষি কৌশিক

ঋষি কৌশিক। ভারতীয় অভিনেতা। বর্তমানে ভারতীয় চ্যানেল স্টার জলসায় তাঁর অভিনীত ‘কুসুম দোলা’ সিরিয়ালটি প্রচারিত হচ্ছে। শৈবাল ব্যানার্জির প্রযোজনায় সিরিয়ালটিতে ঋষির বিপরীতে অভিনয় করছেন মধুমিতা সরকার। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখানে রণ চরিত্রে অভিনয় করছেন ঋষি। সিরিয়ালে তাঁর চরিত্র, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন নাইস নূর।
এনটিভি অনলাইন : ‘কুসুম দোলা’ সিরিয়ালে কাজের অভিজ্ঞতা কেমন?
ঋষি কৌশিক : শুটিং অভিজ্ঞতা আমার কাছে নতুন কিছু নয়। চার বছর ধরে এই কাজটা করছি এবং সব শুটিংয়ের অভিজ্ঞতা একই রকম লাগে। যারা অফিসে কাজ করে, তারা যেমন একটা নির্দিষ্ট সময় নিয়ে অফিসে আসে এবং চলে যায়, তেমনি আমাদের কাজটাও সে রকম। শুধু পার্থক্য হলো, আমাদের সংলাপ বলতে হয় (হাসি)।
এনটিভি অনলাইন : সিরিয়ালটিতে রণ একজন দায়িত্ববান পুলিশ কর্মকর্তা। পুলিশের চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?
ঋষি কৌশিক : সিরিয়ালের সঙ্গে মেলানোর দরকার নেই, বাস্তবে দুই ঘণ্টা থানা বন্ধ থাকলে বুঝতে পারবেন পুলিশের ভূমিকাটা কোথায়? বিশেষভাবে বলার আর কিছু নেই। শুটিং ইউনিটে আমাদের সবার সময় ভালোই কাটে। শুটিংয়ের ফাঁকে অনেক আড্ডা দিই আমরা। গল্প করি। আনন্দ করি। আর রণ চরিত্রে অভিনয় করতে ভালোই লাগছে।
এনটিভি অনলাইন : পুলিশের চরিত্রে আপনি কি প্রথম অভিনয় করছেন?
ঋষি কৌশিক : না, এর আগেও ‘মুখোশ ও মানুষ’ নামে একটি সিরিয়ালে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলাম আমি।
এনটিভি অনলাইন : অন স্ক্রিনে আপনার আর মধুমিতার রসায়ন দর্শক ভালোভাবেই গ্রহণ করছেন। শুটিংয়ের ফাঁকে আপনাদের মধ্যে কী নিয়ে আলাপ হয়?
ঋষি কৌশিক : মধুমিতা আর আমার মধ্যে কখনো সিরিয়াস আলাপ হয় না। শুটিংয়ের ফাঁকে শুটিং সম্পৃক্ত কথাই হয়। শুটিং কখন পেকআপ হবে? এসব নিয়েই আমরা কথা বলি।
এনটিভি অনলাইন : সপ্তাহের সাত দিন সিরিয়ালটি প্রচার হচ্ছে। আপনাদের শুটিং শিডিউল কতক্ষণ থাকে?
ঋষি কৌশিক : শুটিংয়ে আমাদের নির্দিষ্ট কোনো সময় থাকে না। তবে প্রতিদিন ১২ অথবা ১৪ ঘণ্টার শুটিংয়ের শিডিউল থাকে। যেহেতু সপ্তাহের সাত দিনই সিরিয়ালটি প্রচারিত হয়, তাই কাজের চাপটাও বেশি। কখনো কখনো পুরো রাত শুটিং করতে হয়।
এনটিভি অনলাইন : বাংলাদেশের কোন শিল্পীর কাজ দেখা হয়েছে?
ঋষি কৌশিক : জয়া আহসানের ‘রাজকাহিনী’ ছবিটি দেখেছিলাম। ভালো লেগেছে। ফেরদৌসের সঙ্গে একবার ফোনে আলাপ হয়েছিল। এ ছাড়া আমরা সঙ্গে কারো সামনাসামনি আলাপ হয়নি।
এনটিভি অনলাইন : বাংলাদেশে কাজের প্রস্তাব পেলে করবেন?
ঋষি কৌশিক : কেন করব না! ভালো কাজের প্রস্তাব পেলে অবশ্যই করব।