হয়তো একদিন নাটক পরিচালনাও করব : ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা আহমেদ। কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে। প্রায় ১০ বছর বিরতির পর আবারও মিডিয়ায় কাজ শুরু করেছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর বর্তমান ব্যস্ততা ও অন্য আরো বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ঐন্দ্রিলা।
এনটিভি অনলাইন : অনেক বছর পর অভিনয় করছেন। কেমন লাগছে?
ঐন্দ্রিলা আহমেদ : মিডিয়ার অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে কাজ করতে আনন্দই পাচ্ছি। বাবা সব সময় চেয়েছিলেন, আমি যেন অভিনয় করি। বাবার ইচ্ছা পূরণ করছি।
এনটিভি অনলাইন : সামনে পয়লা বৈশাখ। এ উপলক্ষে কোনো নাটকে অভিনয় করা হয়েছে কি?
ঐন্দ্রিলা আহমেদ : হ্যাঁ, করেছি। ঈদ উপলক্ষে এখন পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয় করেছি।
এনটিভি অনলাইন : শুধু কি একক নাটকেই অভিনয় করছেন?
ঐন্দ্রিলা আহমেদ : একক নাটকে গুরুত্ব দিচ্ছি বেশি। এখন ধারাবাহিকে কাজ করতে চাচ্ছি না। আরো পরে করব। একক নাটকের মধ্যে যেগুলোর চিত্রনাট্য পছন্দ হচ্ছে, সেগুলোতেই অভিনয় করছি। আমি সব সময় চাই, আমার অভিনীত চরিত্রগুলো যাতে মানুষের মন ছুঁয়ে যায়। আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও প্রযোজনা করছি আমি।
এনটিভি অনলাইন : অভিনয় ও প্রযোজনা দুটোই করছেন। কখনো পরিচালক হওয়ার সম্ভাবনা আছে কি?
ঐন্দ্রিলা আহমেদ : হ্যাঁ, হয়তো একদিন নাটক পরিচালনাও করব। তবে এখন নয়।
এনটিভি অনলাইন : এবার অন্য প্রসঙ্গে আসি, যখন কাজে বিরতি নিয়েছিলেন, তখন সময় কীভাবে কেটেছিল?
ঐন্দ্রিলা আহমেদ : পড়াশোনা করেছি। বাবাকে নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি। ‘মহানায়ক বুলবুল আহমেদ’ শিরোনামে ডকুমেন্টারি করেছি। ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট’ গঠন করেছি। সেখানে থেকে অনেককেই আমরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি। বাবা মানুষকে সাহায্য করতে খুব পছন্দ করতেন। বাবাকে নিয়ে আরো কাজ করার পরিকল্পনা আছে। বাবা মারা যাওয়ার পর দীর্ঘদিন আমি এক রাতও ভালো করে ঘুমাতে পারিনি। আমি খুব কষ্ট পেয়েছিলাম। গত এক বছরে কিছুটা স্বাভাবিক হয়েছি।