‘সুজানাস ক্লোজেট নিয়ে আমার স্বপ্ন অনেক’

সুজানা জাফর। মডেল ও অভিনেত্রী। কয়েক মাস ধরে কোনো নাটক, মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনে কাজ করছেন না সুজানা। ঢাকা থেকে দুবাই বারবার যাতায়াত করছেন। এর কারণ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সুজানা।
এনটিভি অনলাইন : অনেক দিন ধরে নাটকে অভিনয় করছেন না। এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
সুজানা জাফর : নিজের ব্যবসা নিয়ে। ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউস খুলেছি। গত বছর ফ্যাশন হাউসটি দিয়েছিলাম। কিন্তু ব্যবসায় সময় দিতে পারিনি। গত শুক্রবার আমার মিডিয়ার বন্ধুদের নিয়ে বনানীর ১১ নম্বর সড়কে ফ্যাশন হাউসটির উদ্বোধন করেছি। এখন ফ্যাশন হাউস নিয়ে ব্যস্ত সময় পার করছি। ‘সুজানাস ক্লোজেট’ নিয়ে আমার স্বপ্ন অনেক।
এনটিভি অনলাইন : নিজের নামে ফ্যাশন হাউস খুলেছেন। আপনি কি নিজেই পোশাক ডিজাইন করছেন?
সুজানা জাফর : কিছু কিছু শাড়ির ডিজাইন আমি করেছি। তবে সব পোশাকের ডিজাইন আমি করিনি। আমার ফ্যাশন হাউসের বেশিরভাগ পোশাক দুবাই থেকে আনা। আমি যে ধরনের পোশাক পরতে পছন্দ করি, সে ধরনের পোশাকই এখানে রেখেছি। বলতে পারেন, আমার রুচির বাইরে এখানে কোনো পোশাক আমি রাখিনি।
এনটিভি অনলাইন : এখন দুবাইতে বেশি থাকছেন। এর কারণ কী?
সুজানা জাফর : দুবাইতে আমার কাজিনরা থাকেন। আমার অনেক আত্মীয় আছেন সেখানে। আমি তিন বছরের রেসিডিয়েন্স ভিসা পেয়েছি। এখন দুবাইতে ড্রাইভিং লাইসেন্সের জন্য ক্লাস করছি। ক্লাস ও পরীক্ষার জন্য দুবাইতে বেশি বেশি যাওয়া হচ্ছে।
এনটিভি অনলাইন : অভিনয় কী ছেড়ে দিবেন?
সুজানা জাফর : না। ব্যস্ততার কারণে অভিনয় করতে পারছি না। তবে লাইট, ক্যামেরা খুব মিস করছি। আসছে ঈদ উপলক্ষে ভালো কোনো কাজের প্রস্তাব পেলেই অভিনয় করব।
এনটিভি অনলাইন : ব্যবসায়ী নাকি অভিনেত্রী, কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?
সুজানা জাফর : অবশ্যই অভিনেত্রী। আর ব্যবসা করার স্বপ্নও আমার ছোটবেলা থেকেই ছিল। সেই স্বপ্ন এখন পূরণ করছি। তবে আমাকে কেউ ব্যবসায়ীভাবে চিনুক, এটা আমি চাই না।