কানাডায় নববর্ষ শুরু মিমের

বিদ্যা সিনহা মিম। মডেল ও অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে কানাডায় আছেন তিনি। কানাডায় সময় কেমন কাটছে ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এনটিভি অনলাইন : পয়লা বৈশাখ দেশের বাইরে কাটছে, কেমন লাগছে আপনার?
বিদ্যা সিনহা মিম : ভালোই লাগছে। একা থাকলে হয়তো খারাপ লাগত। কিন্তু এখানে আব্বু,আম্মু ও আমার ছোট বোন মমি আছে। সবাইকে নিয়ে অনেক আনন্দ করছি।
এনটিভি অনলাইন : নববর্ষ কী প্রথম দেশের বাইরে কাটাচ্ছেন?
বিদ্যা সিনহা মিম : না, এবারই প্রথম না। এর আগেও দেশের বাইরে পয়লা বৈশাখ কেটেছে।
এনটিভি অনলাইন : কানাডায় এবার যাওয়ার কারণ কী?
বিদ্যা সিনহা মিম : মূলত ঘুরতে এসেছি। আমার ছোট বোন মমি এখানে পড়াশোনা করে। ওকে দেখতে এমনিতেও আসতাম। এ ছাড়া এখানকার কিছু অনুষ্ঠানে আমি পারফরম্যান্স করছি। অবশ্য এবার কানাডায় শো করা আমার বোনাস ছিল।
এনটিভি অনলাইন : কতদিন থাকবেন কানাডায়?
বিদ্যা সিনহা মিম : অল্প কিছুদিন থাকব। এরপর ফ্লোরিডায় ঘুরতে যাব। ফ্লোরিডায় কোনো শো রাখিনি। শুধু ঘুরতেই যাচ্ছি। আমাদের সঙ্গে মমিকেও নিয়ে যাব।
এনটিভি অনলাইন : ঢাকায় ফিরবেন কবে?
বিদ্যা সিনহা মিম : এখনো বলতে পারছি না। তবে আরো বেশ কিছুদিন পরে ফিরব।