‘হঠাৎ’ দেখা দিয়ে কোথায় সুজানা?

মডেল সুজানা জাফর এখন ঢাকায় নয়, দুবাইতেই বেশি থাকেন। এ খবর তাঁর ভক্তদের কমবেশি সবার জানা।
দুই বছর বিরতির পর গত ৭ ফেব্রুয়ারি সুজানার নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়। ‘হঠাৎ’ শিরোনামে বালামের কণ্ঠের এই গানের মডেল হিসেবে সুজানাকে দেখানো হয় চঞ্চল প্রকৃতির এক মেয়ে হিসেবে।
ভিডিওতে সুজানার সুন্দর উপস্থিতি দেখে প্রশংসা করেন অনেকেই। সুজানাও বেশ রোমাঞ্চিত হয়েছিলেন ভিডিওটির সাড়া পেয়ে।
কিন্তু ‘হঠাৎ’ গানের পর সুজানা আর কোনো নতুন কাজের খবর দেননি। এখন তিনি ঢাকা ও দুবাইতেও নেই। আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
চলতি মাসের প্রথমেই দুবাই থেকে নিউইয়র্কে যান তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সুজানার নিউইয়র্কের ছবি দেখে অনেকে অনুমান করছেন, ‘এখন কি তবে সুজানা নিউইয়র্কে থাকবেন?’
এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে সুজানার কথা হলে সোজাসাপ্টাভাবে তিনি বলেন, ‘এ রকম কিছু নয়। আমি ঘুরতে এসেছি। নিউইয়র্কে এটা আমার প্রথম ঘুরতে আসা নয়। এর আগেও এসেছি। গ্রীষ্ম ও বসন্তে বেশিরভাগ সময় আসা হয়েছে। তবে এবারের ভ্রমণে প্রথমবারের মতো তুষারপাত দেখলাম। দেখে আমি উচ্ছ্বসিত। তবে বেশি ঠান্ডা, ঘর থেকে বের হতে কষ্টও লাগছে।’
সুজানা জানান, আর কিছুদিন নিউইয়র্কে থেকে প্রথমে দুবাই, এর পরেই ঢাকায় ফিরবেন তিনি।