কে হচ্ছেন চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’?

নির্মাতা চয়নিকা চৌধুরী । ছবি : সংগৃহীত
জনপ্রিয় টিভি নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘বিশ্ব সুন্দরী’। গল্প ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের।
ছবির নামের ঘোষণা আগে দিলেও এতে কারা অভিনয় করছেন, সেটা জানাননি চয়নিকা চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, ‘ছবির কসম দিয়ে বলছি, এখনো আমি কাউকে জানাইনি কে হবে নায়ক ও নায়িকা। তবে আজই জানতে পারবেন সবাই।’
অনেকেই ধারণা করা শুরু করেছেন, ছবিতে নামভূমিকায় থাকবেন পরী মণি ও নায়ক হিসেবে সিয়াম। এ বিষয়ে চয়নিকা চৌধুরী সোজাসাপ্টা বলেন, ‘অনেকে ধারণা করে অনেক কিছুই বলছেন।’
এদিকে, আজ বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে সংবাদ সম্মেলন করে চয়নিকা জানাবেন তাঁর ছবির চূড়ান্ত শিল্পীদের নাম। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।