অটিস্টিকদের কল্যাণে ব্যয় হবে ‘মেলায় যাইরে’ টি-শার্ট বিক্রির অর্থ

“‘মেলায় যাইরে’ টি-শার্ট হওয়ার পেছনে আমার ভক্তকুলের অবদান অনেক। তাঁরাই মূলত এটা করেছে। আমি শুধু দেখেছি সবকিছু ঠিকঠাক আছে কি না।”— কথাগুলো বলেছেন মাকসুদুল হক।
জনপ্রিয় এই সংগীতশিল্পীর ‘মেলায় যাইরে’ গানের শিরোনাম দিয়ে তৈরি করা হয়েছে টি-শার্ট। সুপারশপ স্বপ্নের গুলশান ১-এর আউটলেটে আজ বিকেলে টি-শার্টের উন্মোচন করেন মাকসুদুল হক ও এসিআই লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির।
টি-শার্টের বিক্রয়লব্ধ অর্থ থেকে একটি অংশ পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার অধীনের থাকা বিশেষ শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে।
এ বিষয়ে উচ্ছ্বসিত মাকসুদুল হক। তিনি বলেন, ‘আমি বেশি আনন্দিত কারণ এই টি-শার্ট বিক্রির একটি অংশ বিশেষ শিশুদের কল্যাণের জন্য ব্যয় হবে। আমাদের প্রায় সব পরিবারে বিশেষ শিশু আছে। এসব শিশুরা আমাদের আপনজন। স্রষ্টার পক্ষ থেকে বিশেষ শিশুরা আমাদের জন্য উপহার। বিশেষ শিশুদের জন্য কাজ করা আমার জন্য খুব আনন্দের। বাংলা নববর্ষের আগে যাঁরা এ ধরনের একটি উদ্যোগ নিয়েছেন তাঁদের আমি ধন্যবাদ জানাচ্ছি।’
অন্যদিকে,সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন সব সময়ই ইতিবাচক উদ্যোগের সাথে আছে এবং থাকবে। এই কাজের মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে পারছি। আমি সবার প্রতি আহ্বান জানাতে চাই আপনারা আসুন এবং স্বপ্নের আউটলেট থেকে এই টি-শার্ট সংগ্রহ করুন যা বিশেষ শিশুদের বেড়ে ওঠা ও স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।
টি-শার্টটির নকশা করেছেন শিল্পী ওয়াহিদ পলাশ। মূল্য ৩৫০ টাকা। রাজধানীর স্বপ্নের আউটলেটে এই টি-শার্ট পাওয়া যাবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিএফডিএ-ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি।