জ্বর নিয়েই পূজা করতে চট্টগ্রামের পথে অপর্ণা

শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। চারদিকে পূজার আমেজ। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী অপর্ণা ঘোষ সব সময় দুর্গাপূজা উৎসবে যোগ দেন। এবারও এর ব্যতিক্রম হবে না। চট্টগ্রামে অপর্ণার বাবা-মা থাকেন। তাই আজ বিকেলে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই অভিনেত্রী। কিন্তু একটা দুঃসংবাদ হলো অপর্ণার অনেক জ্বর। অসুস্থ শরীর নিয়ে তিনি পরিবারের টানে পূজা করতে চট্টগ্রামে যাচ্ছেন।
এনটিভি অনলাইনকে অপর্ণা বলেন, ‘আমার অনেক জ্বর। বাসায় এখন বিশ্রাম নিচ্ছি। আজ চট্টগ্রামের পথে রওনা দেব। পূজার কয়েকটা দিনে কোনো শুটিং রাখিনি। ইচ্ছে আছে চলতি মাসের ২৯ তারিখে ঢাকায় ফিরব। ফিরে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব।’
এদিকে আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে অপর্ণা অভিনীত ধারাবাহিক নাটক ‘পূর্বা’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফয়সাল রাজীব। নাটকটির গল্প সমসাময়িক ও আধুনিক। নাটকটি আজ সন্ধ্যা ৬ টায় প্রচারিত হবে। ততক্ষণে তিনি চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করবেন বলে নাটকটির প্রথম পর্ব দেখা হবে না অপর্ণার। তবে নতুন এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।
নাটকটিতে অপর্ণা ছাড়াও আরো অভিনয় করছেন ইন্তেখাব দিনার, রিচি সোলায়মান, মনির খান শিমুল, তানিয়া হোসেন, ফারজানা ছবি, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, জিয়াউল কিসলু, সাবিহা জামান, তানিয়া আমিন, সুমনা এবং পূর্বা চরিত্রে শিশু শিল্পী ইশা।