আশা করেছিলেন এ প্লাস, তবে ফলে খুশি পূজা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন পূজা চেরি।
‘পোড়ামন ২’ ছবির আলোচিত এই নায়িকা নিজের ফল শুনে খুশি হয়েছেন। পূজা বলেন, ‘পরীক্ষার আগে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ ও পড়াশোনা একসঙ্গে করেছি। তবুও আশা করছিলাম, এ প্লাস পাব, সেটা হয়নি; তারপরও আমি খুশি। আমার এই ফলের জন্য মায়ের (ঝর্ণা রায়) অবদান সবচেয়ে বেশি।’
ঢাকার মগবাজার গার্লস হাই স্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন পূজা। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য ঢাকা সিটি কলেজ কিংবা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান ‘দহন’ ছবির এই নায়িকা।
২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাহান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘প্রেম আমার ২’ ছবি। সম্প্রতি তিনি ‘শান’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।