ছবির ট্রেইলার দেখেই সিগারেট ছাড়লেন এক দর্শক!

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি মানেই নতুন ধামাকা। ভারতের জনপ্রিয় এই নির্মাতা জুটির নতুন ছবি ‘কণ্ঠ’ মুক্তি পেয়েছে আজ। গলায় ক্যানসার আক্রান্ত এক রেডিও জকির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কণ্ঠ’।
মুক্তির আগেই ছবির ট্রেইলার দেখে শুরু হয়েছিল হৈচৈ। আজ কলকাতার সিনেমা হলগুলো ‘কণ্ঠ’ দেখার জন্য ছিল উপচেপড়া ভিড়। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই মজা করেই বলেছেন, ‘আজকে ভোট চলছে।’
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার ফেসবুক লাইভে আজ সকালে এসেছিলেন কণ্ঠ ছবির অভিনয়শিল্পী জয়া আহসান, পাওলি দাম, নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। পরিচালনার পাশাপাশি ছবির মুখ্য চরিত্র অভিনয়ও করেছেন শিবপ্রসাদ।
ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় ‘কণ্ঠ’ নিয়ে অনেক খোলামেলা আলাপ করেছেন শিবপ্রসাদসহ ও অন্য শিল্পীরা। নির্মাতা নন্দিতা রায় শিল্পীদের অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘আমি নির্দেশনা দেবো কি? সবার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। শুধু এটুকু বলব, প্রত্যেকটা মানুষের এই ছবি ভালো লাগবে।’
নন্দিতা রায় জানান, এই ছবির শুটিংয়ের সময় কেউ সিগারেট খায়নি। তিনি বলেন, ‘সবাই গল্পের সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে যারা সিগারেট নিয়মিত খায়, তারাও ছবির শুটিং চলাকালীন একদম সিগারেট খায়নি।’
নন্দিতা রায়ের কথার রেশ ধরে অভিনেত্রী পাওলি দাম বলেন, ‘আমার টিমের একজন আছে, যে কি না অনেকদিন ধরে চাইছিল সিগারেট খাওয়া ছেড়ে দেবে। কিন্তু এই কঠিন ভালো সিদ্ধান্ত সে কোনোভাবেই নিতে পারছিল না। ১৪ এপ্রিল কণ্ঠ-এর ট্রেইলার মুক্তির পরই সিগারেট একদম ছেড়েছে সে। আমাকে সে বলেছিল, ট্রেইলার দেখেই সিগারেট ছেড়ে দিয়েছি।’
পাওলি আরো বলেন, ‘ছবিটা একটা মানুষের বাঁচার লড়াই। আনন্দ হবে দেখে।’
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে প্রথমবারের মতো কাজের অভিজ্ঞতা হয়েছে জয়া আহসানের। প্রথম অভিজ্ঞতা অসাধারণ ছিল বলে জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। বললেন, ‘অভিজ্ঞতা তো অসাধারণ। আর আমি এ ধরনের চরিত্রে এর আগে কখনো কাজ করিনি। উল্টো দিকের একটা চরিত্রে অভিনয় করেছি।’
ছবিতে জয়া আহসান একজন ‘স্পিচ থেরাপিস্টে’র ভূমিকায় অভিনয় করেছেন। জয়া আরো জানান, ‘কণ্ঠ’ যে দেখবে, সে বারবার দেখতে চাইবে।
অন্যদিকে, নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় আরো বলেন, ‘কিছু কিছু সিনেমা আছে, যা দেখলে আত্মবিশ্বাস বাড়ে। কণ্ঠ এ রকমই একটা ছবি। আত্মবিশ্বাস জোগাবে। আমি বলতে চাই, পৃথিবীটা এখনো সুন্দর, পুরোপুরি এখনো খারাপ হয়ে যায় নেই।’
এদিকে, বৃহস্পতিবার ছবিটির প্রিমিয়ার শো দেখে জয়া আহসানের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। ‘কণ্ঠ’ ছবির গল্প এবং জয়াসহ অন্য কলাকুশলীদের প্রশংসা করে গণমাধ্যমে কথা বলেন তিনি।
গলায় ক্যানসার আক্রান্ত বিভূতি চক্রবর্তীর জীবনকাহিনী অবলম্বনে ‘কণ্ঠ’ ছবির গল্প তৈরি হয়েছে বলে জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ক্যানসারের সঙ্গে লড়াই ও বাঁচার গল্প নিয়েই এই ছবি।
এখানে শিবপ্রসাদের চরিত্রের নাম অর্জুন। সে পেশায় একজন রেডিও জকি, যার গলায় ক্যানসার ধরা পড়ে। একপর্যায়ে অপারেশন করে স্বরযন্ত্র কেটে বাদ দিতে হয় তাঁর। গলা দিয়ে অদ্ভুত স্বর বেরোতে থাকে অর্জুনের। একপর্যায়ে হতাশায় ডুবে যান তিনি। এরপর তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ‘স্পিচ থেরাপিস্ট’ জয়া।
শিবপ্রসাদ, পাওলি ও জয়া ছাড়াও এই ছবিতে আরো আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘হামি’ ইত্যাদি।