মা আমার জীবনের সবকিছু : ভাবনা

‘মায়ের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়, কিন্তু জানি মা আমার পাশে সব সময় আছে।’ আজ বিশ্ব মা দিবস উপলক্ষে কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
অবসরে মায়ের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন এই অভিনেত্রী। সুযোগ পেলে মাকে নিয়ে বেড়াতে যান দেশের বাইরে। ভাবনা বলেন, “মায়ের মতো সৎ ও সত্য মানুষ আমি আর দেখিনি। মা আমার জীবনের সবকিছু। আমি শুটিংয়ে বাইরে থাকলে মা সব সময় খুঁজে নেয়। একটু দেরি হলে বারবার ফোন করে জানতে চায়, ‘কখন আসিব? কোথায় এখন?’ আমার জ্বর হলে মা সারাক্ষণই আমার ঘরে থাকে।”
মা-বাবা ও বোনের সঙ্গে ভাবনা। ছবি : সংগৃহীত
ভাবনা আরো বলেন, ‘মাকে অনেক বেশি ভালোবাসি আমি। বাইরে শুটিংয়ে গেলে পরিবারকে সবচেয়ে বেশি মিস করি। মায়ের তুলনা কারো সঙ্গেই হয় না।’
মা দিবসে চলছে ভাবনার ‘জোছনাময়ী’ ধারাবাহিক নাটকের শুটিং। ভাবনা বলেন, ‘প্রচণ্ড গরমে আজ শুটিং করছি। শুটিং শেষ করেই বাসায় ফিরে মাকে চমকে দেবো। ’