মা দিবসে ছেলের কাছ থেকে উপহার পেলেন অপু

ছেলে আব্রামের সঙ্গে অপু বিশ্বাসের সুন্দর মুহূর্ত। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের অনুসারীর সংখ্যা অগণিত। মা-বাবার মতোই জনপ্রিয় হয়ে উঠছে সে দিন দিন।
আজ মা দিবস উপলক্ষে একটা ঘোড়ার ছবি এঁকে মাকে উপহার দিয়েছে আব্রাম। ছোট্ট আব্রামের এই উপহারে উচ্ছ্বসিত মা অপু বিশ্বাস।
ফেসবুকে আব্রামের আঁকা সেই ছবি শেয়ার করে অপু বিশ্বাস আজ রোববার বিকেল ৪টায় লিখেছেন, ‘মা দিবসের উপহার। জয়, অনেক ভালোবাসি তোমাকে পাপা।’
নিজের ছেলের মধ্যে জীবন খুঁজে পান বলে জানান অপু বিশ্বাস। বলেন, ‘আমার ছেলেই আমার অস্তিত্ব।’
অন্যদিকে, নিজের মাকে নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার মা আমার পুরো পৃথিবী।’
রাজধানীর বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্লে-গ্রুপে পড়ছে আব্রাম খান জয়। ২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে সে।