জন্মদিনে বিশেষ পরিকল্পনা নেই : শখ

আনিকা কবির শখ। বর্তমানে দেশের সেরা মডেলদের একজন। নৃত্যশিল্পী হিসেবে সুপরিচিত তো বটে, অভিনেত্রী হিসেবেও রয়েছে তাঁর জনপ্রিয়তা। আজ এই তারকার জন্মদিন। সকালে আরটিভির লাইভ একটি অনুষ্ঠানে অংশ নেন শখ। এ অনুষ্ঠান ছাড়া আজ আর কোনো নাটকের শুটিং কিংবা ফটোশুট করবেন না এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো পরিকল্পনাও নেই তাঁর। পরিকল্পনা ছাড়াই বেশ ফুরফুরে মেজাজে আছেন শখ। জন্মদিন উপলক্ষে কাল রাত থেকে প্রিয়জনদের কাছ থেকে অনেক অবাক করার মতো উপহার পেয়েছেন। এখনো পাচ্ছেন। ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা আনন্দের সঙ্গে গ্রহণ করছেন ২২ বছর বয়সী সুন্দরী এই অভিনেত্রী। শুধু আজ নয়, কাল-পরশুও লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি। পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন। এর পর আবারো শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এমনটিই জানালেন শখ।
এনটিভি অনলাইনকে শখ বলেন, ‘জন্মদিনে আমার বিশেষ পরিকল্পনা নেই। তবে খুব ভালো সময় কাটছে আমার। আজ আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে শুধু বলতে চাই—আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকের শখ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন খুব পরিচ্ছন্ন ও সুন্দরভাবে নিজের জীবন গড়তে পারি।’
এ মুহূর্তে শখের বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে আরো বেশ কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং শুরু করবেন তিনি।